Advertisements
বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে পরিবেশের পরিবর্তনগুলিকে শনাক্ত করে সেই অনুযায়ী সাড়াপ্রদান করে যে-প্রতিক্রিয়া তৈরি হয়, তাকে সংবেদনশীলতা বলে। উদ্ভিদের সংবেদনশীলতা বা সাড়া প্রদানের ঘটনা প্রথম ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু পরীক্ষামূলক ভাবে প্রমাণ করেন তাঁরই আবিষ্কৃত Crescograph যন্ত্রের সাহায্যে, যা উদ্ভিদের ন্যূনতম সংবেদনশীলতাও পরিমাপ করতে পারে।
সংবেদনশীলতার পরীক্ষা
১ ) তিনি সাধারণত লজ্জাবতী এবং বনচাঁড়াল এই দুটি উদ্ভিদ নিয়ে তাদের ওপর সংবেদনশীলতার পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন উদ্ভিদ কলায় রাসায়নিক-তড়িৎ-যান্ত্রিক উদ্দীপনা প্রয়ােগ করে উদ্ভিদ কলা ক্ষুদ্র তরঙ্গের কার্যকারিতা পরীক্ষা করেন এবং কোশপর্দায় তজ্জনিত বিভবের পরিবর্তনকে লিপিবদ্ধ করেন। অর্থাৎ, বাহ্যিক। ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের দেহে
উদ্দীপনার সৃষ্টি হয়, ফলে পাতায় রসস্ফীতিজনিত পরিবর্তন দেখা যায়, তাই পত্রিকাগুলি ক্রমশ নুয়ে পড়ে।
২. তাঁর নিজ আবিষ্কৃত Crescograph যন্ত্রের সাহায্যে প্রাপ্ত লেখচিত্র থেকে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন যে,
ক) নানা আঘাত এবং উদ্দীপনায় প্রাণী যে-প্রকারের সংবেদনশীলতা দেখায়, অবিকলভাবে উদ্ভিদের দেহেও
ছন্দোবদ্ধ প্রতিক্রিয়ার প্রমাণ দেখতে পাওয়া যায়।
খ) উদ্ভিদের ওপর ঋতুগত পরিবর্তন ও তাদের প্রভাব, উদ্দীপক, তাপমাত্রার প্রভাব লক্ষ্য করেন। লজ্জাবতী ও বনচাঁড়াল পরীক্ষালব্ধ ফলাফল থেকে সিদ্ধান্তে আসেন যে "উদ্ভিদেরা ব্যথায় সাড়া দেয়, অনুভূতি দেখায়।
সংবেদনশীলতার পরীক্ষা
১ ) তিনি সাধারণত লজ্জাবতী এবং বনচাঁড়াল এই দুটি উদ্ভিদ নিয়ে তাদের ওপর সংবেদনশীলতার পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন উদ্ভিদ কলায় রাসায়নিক-তড়িৎ-যান্ত্রিক উদ্দীপনা প্রয়ােগ করে উদ্ভিদ কলা ক্ষুদ্র তরঙ্গের কার্যকারিতা পরীক্ষা করেন এবং কোশপর্দায় তজ্জনিত বিভবের পরিবর্তনকে লিপিবদ্ধ করেন। অর্থাৎ, বাহ্যিক। ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের দেহে
উদ্দীপনার সৃষ্টি হয়, ফলে পাতায় রসস্ফীতিজনিত পরিবর্তন দেখা যায়, তাই পত্রিকাগুলি ক্রমশ নুয়ে পড়ে।
২. তাঁর নিজ আবিষ্কৃত Crescograph যন্ত্রের সাহায্যে প্রাপ্ত লেখচিত্র থেকে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন যে,
ক) নানা আঘাত এবং উদ্দীপনায় প্রাণী যে-প্রকারের সংবেদনশীলতা দেখায়, অবিকলভাবে উদ্ভিদের দেহেও
ছন্দোবদ্ধ প্রতিক্রিয়ার প্রমাণ দেখতে পাওয়া যায়।
খ) উদ্ভিদের ওপর ঋতুগত পরিবর্তন ও তাদের প্রভাব, উদ্দীপক, তাপমাত্রার প্রভাব লক্ষ্য করেন। লজ্জাবতী ও বনচাঁড়াল পরীক্ষালব্ধ ফলাফল থেকে সিদ্ধান্তে আসেন যে "উদ্ভিদেরা ব্যথায় সাড়া দেয়, অনুভূতি দেখায়।
0 Comments