Ad Code

হরমোন কাকে বলে ? হরমোনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করাে।




Advertisements

হরমোন কাকে বলে ? হরমোনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:যে পদার্থ কোনাে নির্দিষ্ট কোশসমূহ বা অন্তক্ষরা গ্রন্থি (প্রাণীদের) থেকে ক্ষরিত হয়ে সংবহনতন্ত্র বা দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে সাধারণত দূরবর্তী কোনাে অঞ্চলের টার্গেট কোষে পৌঁছােয় ও কোশ বা সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা (বৃদ্ধি, বিপাক, যৌনবিকাশ ইত্যাদি) নিয়ন্ত্রণ করে এবং কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে।
** হরমোনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য

  • হরমােন রাসায়নিক প্রকৃতিতে প্রােটিনধর্মী, স্টেরয়েডধর্মী বা অ্যামিনােধর্মী আম্লিক বা ক্ষারধর্মী ক্ষুদ্র জৈব অণু।
  •  হরমোন খুব অল্পমাত্রায় বা কম ঘনত্বের কাজ করে এবং কাজের পর নির্দিষ্ট উৎসেচকের ক্রিয়ায় ধ্বংস হয়ে যায়।
  • হরমোন সাধারণত উৎপত্তিস্থল থেকে দূরবর্তী কোনাে স্থানে বাহিত হয়ে লক্ষ্য কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তবে স্থানীয় হরমোন উৎপত্তিস্থলেই ক্রিয়াশীল।
  • হরমোনের ক্রিয়া খুব ধীর ও খুব কম সময়ব্যাপী হলেও এদের কাজের প্রভাব সুদূরপ্রসারী, যা আমৃত্যু থেকে যায়।

  • হরমোন উৎপত্তিস্থল ছাড়া দেহের অন্য কোনাে স্থানে সতি থাকে না।
    • হরমোন কলাকোশে রাসায়নিক সংযােগস্থাপনের কাজ করে বলে, একে রাসায়নিক সমন্বয়ক (Chemical co-ordinator) বলে এবং কোষে কোষে রাসায়নিক বার্তা  প্রেরণ করে  তাই একে রাসায়নিক বার্তাবহ (Chemical messenger) বলে।
    • হরমোন সহজেই সংবহন তরল বা  কলা রসের মাধ্যমে পরিবাহিত হয়।
    • পরস্পর বিপরীতধর্মী কাজ করার ক্ষমতা থাকায় হরমোন জীবদেহে দ্বৈত-নিয়ন্ত্রক রূপে পরিচিত। আবার কোনাে কাজ একাধিক হরমোনের ক্রিয়ায় সম্পন্ন হয়।
    Download Link of this Content
    Advertisements
    Best Search Engine Optimization
    Advertisements

    Post a Comment

    0 Comments