Ad Code

ট্রপিক চলন কাকে বলে? উদাহরণসহ পিক চলনের প্রকারভেদ উল্লেখ করাে।




Advertisements

উদ্ভিদ-অঙ্গের আবিষ্ট বক্র চলন বাহ্যিক উদ্দীপকের – গতিপথ অনুসারে নির্মিত হলে, তাকে ট্পিক বা দিওনি্ণীত বক্র চলন বলে।

ট্রপিক চলনের প্রকারভেদ

ট্রপিক চলনকে আমরা পাঁচভাগে ভাগ করতে পারি, যথা

  •  ফটোট্রপিক চলন বা আলােকনির্গীত বক্র চলন: যে- প্রকার ট্রপিক চলনে উদ্দীপক হিসেবে আলােক কাজ করে, তাকে ফোটোট্রপিক চলন বলে। যেমন—উদ্ভিদের কাণ্ড আলাের দিকে এবং মূল আলাের বিপরীত দিকে বৃদ্ধি পায়। পাতা আলাের সঙ্গে সমকোণে বর্ধিত হয়।
  •   হাইড্রােট্রপিক চলন বা জলনিণীত বক্রচলন: যখন

বাহ্যিক উদ্দীপক জলের গতিপথ অনুসারে উদ্ভিদ-অঙ্গের চলন ঘটে, তাকে হাইড্রোট্রপিক চলন বলে। যেমন উদ্ভিদের মূল মাটির নীচে জলের অভিমুখে চলন দেখায় একটি হাইড্রোট্রপিক চলন।

  •  জিয়ােট্রপিক চলন বা অভিকর্ষ ভর্তি চলন: অভিকর্ষ বলের প্রভাবে সংঘটিত উদ্ভিদের ট্রপিক চলনকে জিয়ােট্রপিক চলন বলে। যেমন—সাধারণ উদ্ভিদের মূল অভিকর্ষ বলের অভিমুখে নিম্নগামী হয়, কিন্তু সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে মাটির ওপরে বৃদ্ধি পায়। এই দুটি ঘটনা যথাক্রমে অনুকূল অভিকর্ষ বৃত্তি এবং প্রতিকূল অভিকর্ষ ভর্তি চলন এর উদাহরণ। 
  •  থিগমােট্রপিক চলন: স্পর্শ উদ্দীপকের প্রভাবে সংঘটিতউ টুপিক চলনকে থিগমােট্রপিক চলন বলে। যেমন কুমড়াে এবং লাউ গাছ আকর্ষের মাধ্যমে কোনাে অবলম্বন পেঁচিয়ে থাকে এবং ক্রমশ ওপরে ওঠে। 
  • কেমট্রাফিক চলন: রাসায়নিক পদার্থের প্রভাবে সংঘটিত উদ্ভিদের ট্রপিক চলনকে কেমােট্রপিক চলন বলে। যেমন কোনাে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে ফুলের পরাগরেণু গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে ডিম্বাশয়ে এসে পৌছােয়এ নিষেক ঘটায়।


Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments