Advertisements
পরিযায়ী পাখি কাকে বলে ?
উত্তর: যে সমস্ত পাখিরা বিশেষ ঋতুতে এক দেশ থেকে অন্যদেশে চলে যায়, আবার আর-একটি ঋতুর শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে, এই ধরনের পাখিদের পরিযায়ী পাখি বলে। আমাদের দেশে শীতকালে শীতপ্রধান দেশ থেকে আসা পরিযায়ী পাখিদের দেখা যায়। আবার গরমকালে তারা তাদের নিজেদের দেশে ফিরে যায়।যেমন-সাইবেরিয়ান ক্রেন, গােল্ডেন সারস, পাফিক্স।
0 Comments