Advertisements
এস. ডি. এ. (SDA) বলতে কি বোঝায়?
খাদ্যগ্রহণের পর দেহের বিপাক ক্রিয়ার বৃদ্ধি ঘটে এবং তাপ উৎপাদন বৃদ্ধি পায়। খাদ্যগ্রহণের ঘন্টাখানেকের মধ্যেই এই তাপ উৎপাদন শুরু হয় এবং তৃতীয় ঘন্টায় এর পরিমাণ সর্বাধিক হয়। খাদ্যগ্রহণের পর খাদ্যের এইজাতীয় উদ্দীপকধর্মী ক্রিয়ার ফলে মৌল বিপাকের ঊর্ধ্বে দেহে যে তাপ উৎপন্ন হয় তাকে SDA বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন (specific dynamic action) বা আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বলে।
0 Comments