Ad Code

Showing posts with the label জ্যামিতিShow All
AB এবং CD দুটি সমান্তরাল সরলরেখার ভিতর যে-কোনো একটি বিন্দু। OP ও Q যথাক্রমে AB ও CD সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে, P, O, Q বিন্দু তিনটি সমরেখ।

AB এবং CD দুটি সমান্তরাল সরলরেখার ভিতর যে-কোনো একটি বিন্দু। OP ও Q যথাক্রমে AB ও CD সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে, P, O, Q বিন্দু তিনটি সমরেখ।

দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রমাণ করি যে, কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক।

দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রমাণ করি যে, কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক।

প্রমাণ করি যে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, প্রতিটি কোণই সমকোণ।

প্রমাণ করি যে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, প্রতিটি কোণই সমকোণ। Ans:

সমকোণী ত্রিভুজের একটি কোণের মান ৩০° হলে, অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত

সমকোণী ত্রিভুজের একটি কোণের মান ৩০° হলে, অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? Ans: আমরা জানি, ত্রিভুজের তিনটি কোপের সমষ্টি ১৮০° | আবার সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই ৯০° হবে। অতএব তৃতীয় কোপটির মান = ১৮০° - (90+30°) = ১৮০°-১২০°= ৬…

৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি।

৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি।  Ans ৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে খ্রিভূজ তৈরি সম্ভব নয়। কারণ ৫ সেমি + ২ সেমি = ৭ সেমি < ৮ সেমি, অর্থাৎ যে-কোনো দুটি …

সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে?

সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে?  Ans: সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের মান সমান হলে, তখন ওই সমকোণী ত্রিভুজকে সমকোশী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অথবা, কোনো সমকোণী ত্রিভুজের সমকোপ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য …

সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে?

সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে?  Ans: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ প্রতিটি কোপের মান ৯০ ডিগ্রি অপেক্ষা ছোটো, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কী কী হবে?

সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কী কী হবে?  Ans: সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোপ হল ৯০° , ৪৫° ও ৪৫°

সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাছুর নাম কী?

সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাছুর নাম কী?  Ans: সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাছুটি হল অতিভুজ

সমকোণী ত্রিভুজ কি কখনও সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি।

সমকোণী ত্রিভুজ কি কখনও সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি। Ans: সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হবে না। কারণ, সমকোণী ত্রিভুজের সমকোপের বিপরীত বাহুটি অপর দুই বাহু অপেক্ষা সর্বদা বড়ো হয়। তাই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈ…

৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি লিখি।

৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি লিখি।  Ans: ৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাচুর দৈর্ঘ্য অ…

একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কেন?

একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কেন? Ans: একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই |

দুটি বক্ররেখা পরস্পরকে ক-টি বিন্দুতে ছেদ করে?

দুটি বক্ররেখা পরস্পরকে ক-টি বিন্দুতে ছেদ করে?  Ans: দুটি বক্ররেখা পরস্পরকে অসংখ্য বিন্দুতে ছেদ করে।

দুটি বিন্দুর সংযোজক রেখাগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্‌টি?

দুটি বিন্দুর সংযোজক রেখাগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্‌টি?  Ans: দুটি বিন্দুর সংযোজক রেখাগুলির মধ্যে ক্ষুদ্রতম হল সরলরেখা

দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়?

দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়?  Ans: দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায়।

টেবিলের ধারগুলির শুধুমাত্র দৈর্ঘ্য আছে সাধারণভাবে প্রস্থ (বা চওড়া) মাপা যায় না।

টেবিলের ধারগুলির শুধুমাত্র দৈর্ঘ্য আছে সাধারণভাবে প্রস্থ (বা চওড়া) মাপা যায় না। Ans:  এই জন্য টেবিলের ওই ধারগুলিকে কী বলে? এইজন্য টেবিলের এই ধারগুলিকে সরলরেখা বলে।

একটি টেবিলের ওপরের তলের ক-টি ধার থাকে?

একটি টেবিলের ওপরের তলের ক-টি ধার থাকে? Ans:  একটি  টেবিলের ওপরের তলের ৪টি ধার থাকে।

একটি টেবিলের দুটি পাশাপাশি ধার ক-টি বিন্দুতে ছেদ করে?

একটি টেবিলের দুটি পাশাপাশি ধার ক-টি বিন্দুতে ছেদ করে? Ans: একটি টেবিলের পাশাপাশি দুটি ধার একটি বিন্দুতে ছেদ করে।

একই তলে চারটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে ?

একই তলে চারটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে ? উত্তর: একই তলে চারটি সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করে।

একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক ক-টি বিন্দুতে ছেদ করতে পারে?

একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক ক-টি বিন্দুতে ছেদ করতে পারে? উত্তর: একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করে।

Load More That is All