সমকোণী ত্রিভুজের একটি কোণের মান ৩০° হলে, অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? Ans: আমরা জানি, ত্রিভুজের তিনটি কোপের সমষ্টি ১৮০° | আবার সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই ৯০° হবে। অতএব তৃতীয় কোপটির মান = ১৮০° - (90+30°) = ১৮০°-১২০°= ৬…
৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। Ans ৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে খ্রিভূজ তৈরি সম্ভব নয়। কারণ ৫ সেমি + ২ সেমি = ৭ সেমি < ৮ সেমি, অর্থাৎ যে-কোনো দুটি …
সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? Ans: সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের মান সমান হলে, তখন ওই সমকোণী ত্রিভুজকে সমকোশী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অথবা, কোনো সমকোণী ত্রিভুজের সমকোপ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য …
সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? Ans: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ প্রতিটি কোপের মান ৯০ ডিগ্রি অপেক্ষা ছোটো, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
সমকোণী ত্রিভুজ কি কখনও সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি। Ans: সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হবে না। কারণ, সমকোণী ত্রিভুজের সমকোপের বিপরীত বাহুটি অপর দুই বাহু অপেক্ষা সর্বদা বড়ো হয়। তাই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈ…
৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি লিখি। Ans: ৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাচুর দৈর্ঘ্য অ…
টেবিলের ধারগুলির শুধুমাত্র দৈর্ঘ্য আছে সাধারণভাবে প্রস্থ (বা চওড়া) মাপা যায় না। Ans: এই জন্য টেবিলের ওই ধারগুলিকে কী বলে? এইজন্য টেবিলের এই ধারগুলিকে সরলরেখা বলে।
অনুসরণ করুন সোশ্যাল সাইটে