Advertisements
৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি লিখি।
Ans:
৩ সেমি, ৬ সেমি ও ৯ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাচুর দৈর্ঘ্য অপেক্ষা বড়ো হয়। এখানে ৩ + ৬ = ৯, অর্থাৎ দুটি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশের সমান। তাই ওই রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি সম্ভব নয়।
0 Comments