নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? অথবা, সামাজিক ইতিহাস কী? উত্তর: 1960-এর দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষের আর্থ- সামাজিক ও সাংস্কৃতিক জীবন (যেমন-জীবন-জীবিকা, খাদ্যাভ্যাস, বিন…
আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কীরূপ ছিল? Ans: আইন অমান্য আন্দোলনে–[1] বাংলার শিক্ষিত নারীদের সঙ্গে কৃষক পরিবারের নারীরাও যোগ দেয়। [2] মেদিনীপুরের ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানের নারীরা লবণ আইন অমান্য করেন।
পৌষ্টিকতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের দুটি প্রভাব উল্লেখ করো। Ans: পৌষ্টিকতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের দুটি প্রভাব হল— লালাগ্রন্থির ক্ষরণ কমায়। পৌষ্টিকনালির বিচলন কমায়।
TSH-এর ক্ষরণের তারতম্যে কী অসুবিধা দেখা যায় ? Ans: TSH-এর ক্ষরণ তারতম্যে অসুবিধা—TSH হরমোনের কম ক্ষরণে বিপাকীয় কার্য হ্রাস পায়। TSH হরমোনের অধিক ক্ষরণে থাইরয়েড গ্রন্থিটি ফুলে গিয়ে গলগণ্ড বা গয়টার রোগ হয়, স্নায়বিক দৌর্বল্…
অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনকে নিউরোহরমোন বলা হয় কেন ? Ans: » অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন মস্তিষ্কে অবস্থিত হাইপো- থ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে নিঃসৃত হয়ে পশ্চাদ পিটুইটারির পার্স নার্ভোসাতে (Pars nervosa) সঞ্চিত থেকে বিভিন্ন শা…
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) কাকে বলে? Ans: » পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত যে-হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) বলে।
মেটাকাইনেসিস কী ? Ans: * মাইটোটিক বিভাজনের প্রো-মেটাফেজ দশায় অবিন্যস্ত ক্রোমোজোমগুলি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে একটি বৈশিষ্ট্যপূর্ণ আচরণের মাধ্যমে বেমের নিরক্ষীয় তলে সারিবদ্ধ হয়, একে মেটাকাইনেসিস বলে।
হাত এবং পায়ে অবস্থিত ফ্যালানজেস অস্থিরকাজটি লেখো। Ans: হাত এবং পায়ের আঙুলে এই ফ্যালানজেস অস্থিটি অবস্থিত। এটি প্রাণীদের দেহভার নিয়ন্ত্রণে এবং গমনে সাহায্য করে।
স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানবদেহের প্রতিটি শুক্রাশয় ডিম্বাকার এবং 10-30 গ্রাম ওজন সম্পন্ন। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানবদেহের প্রতিটি ডিম্বাশয় চ্যাপটা, উপবৃত্তাকার, দৈর্ঘ্য 2.3 সেমি, প্রস্থ 1.5 সেমি এবং পুরুত্ব 1.0
পরিব্যক্তি বা মিউটেশন কি? Ans: → জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনের (জিনগত) আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে।
MMR ভ্যাকসিন কী? উত্তর: হাম, মাম্পস্ ও রুবেলা সংক্রমণ প্রতিরোধ করতে বয়ঃসন্ধির পূর্বে শিশুদের যে-জীবিত অথচ নিষ্ক্রিয় ভ্যাকসিন দেওয়া হয় তাকে বলে MMR ভ্যাকসিন। এই টিকা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী মরিস হিলেম্যান। এটি একপ্রকার ট…
বুস্টার ডোজ কাকে বলে ? উত্তর: 'Boost' কথাটির অর্থ উজ্জীবিত করা। দেহে অধিকমাত্রায় অ্যান্টিবডি উৎপাদন করে অনাক্রম্যতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রথম ভ্যাকসিন দেওয়ার নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় নির্জীব ভ্যাকসিন…
হৃদপেশী সিনসিটিয়াম হওয়া সত্ত্বেও অলিন্দ-নিলয় সংকোচন একসঙ্গে ঘটে না কেন? Ans: → হৃদপেশীর তত্ত্বগুলি পরস্পর যুক্ত থাকে (সিনসিটিয়াম) তাই একটি কোষ উদ্দীপিত হ'লে উদ্দীপনা সমস্ত কলাতে ছড়িয়ে পড়ে। ফলে সমস্ত পেশীকোষের সংকোচন এ…
অনুসরণ করুন সোশ্যাল সাইটে