Ad Code

Showing posts with the label জীবন বিজ্ঞান সাজেশন ২০১৯Show All
নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? অথবা, সামাজিক ইতিহাস কী?

নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? অথবা, সামাজিক ইতিহাস কী? উত্তর: 1960-এর দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষের আর্থ- সামাজিক ও সাংস্কৃতিক জীবন (যেমন-জীবন-জীবিকা, খাদ্যাভ্যাস, বিন…

আম চাষের জন্য কেমন জমি নির্বাচন করা হয় ?

আম চাষের জন্য কেমন জমি নির্বাচন করা হয় ? Ans: জলনিকাশির ক্ষমতাযুক্ত উঁচু জমি।

গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস কাকে বলে?

গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? Ans:  যে প্রক্রিয়ায় অ-শর্করা থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, তাকে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস বলে।

 P-P ফ্যাক্টর কাকে বলে?

P-P ফ্যাক্টর কাকে বলে? Ans:  • ভিটামিন নিয়াসিন পেলেগ্রা রোগ প্রতিরোধ করে বলে নিয়াসিনকে পেলেগ্রা প্রিভেনটিভ ফ্যাক্টর বা P-P ফ্যাক্টর বলে।

আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কীরূপ ছিল?

আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কীরূপ ছিল? Ans: আইন অমান্য আন্দোলনে–[1] বাংলার শিক্ষিত নারীদের সঙ্গে কৃষক পরিবারের নারীরাও যোগ দেয়। [2] মেদিনীপুরের ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানের নারীরা লবণ আইন অমান্য করেন।

পৌষ্টিকতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের দুটি প্রভাব উল্লেখ করো।

পৌষ্টিকতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের দুটি প্রভাব উল্লেখ করো। Ans: পৌষ্টিকতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের দুটি প্রভাব হল— লালাগ্রন্থির ক্ষরণ কমায়। পৌষ্টিকনালির বিচলন কমায়।

TSH-এর ক্ষরণের তারতম্যে কী অসুবিধা দেখা যায়

TSH-এর ক্ষরণের তারতম্যে কী অসুবিধা দেখা যায় ? Ans: TSH-এর ক্ষরণ তারতম্যে অসুবিধা—TSH হরমোনের কম ক্ষরণে বিপাকীয় কার্য হ্রাস পায়। TSH হরমোনের অধিক ক্ষরণে থাইরয়েড গ্রন্থিটি ফুলে গিয়ে গলগণ্ড বা গয়টার রোগ হয়, স্নায়বিক দৌর্বল্…

অ্যাড্রিনালিন হরমোন রক্তশর্করার মাত্রা বাড়ায়—উক্তিটি ব্যাখ্যা করো।

“অ্যাড্রিনালিন হরমোন রক্তশর্করার মাত্রা বাড়ায়”—উক্তিটি ব্যাখ্যা করো। Ans:  » রক্তশর্করা বৃদ্ধিতে অ্যাড্রিনালিনের ভূমিকাগুলি হল—যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। পেশির ল্যাকটিক অ্যাসিডকে গ্লুকোজে রূপান্তরিত করে।অন্য…

অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনকে নিউরোহরমোন বলা হয় কেন ?

অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনকে নিউরোহরমোন বলা হয় কেন ? Ans: » অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন মস্তিষ্কে অবস্থিত হাইপো- থ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে নিঃসৃত হয়ে পশ্চাদ পিটুইটারির পার্স নার্ভোসাতে (Pars nervosa) সঞ্চিত থেকে বিভিন্ন শা…

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিকারী কয়েকটি হরমোনের নাম লেখো।

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিকারী কয়েকটি হরমোনের নাম লেখো। Ans: > রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিকারী কয়েকটি হরমোন হল— গ্লুকাগন, অ্যাড্রিনালিন, বৃদ্ধিপোষক হরমোন (STH), থাইরক্সিন, গ্লুকোকটিকয়েড ইত্যাদি।

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) কাকে বলে?

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) কাকে বলে? Ans: » পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত যে-হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) বলে।

মেটাকাইনেসিস কী ?

মেটাকাইনেসিস কী ? Ans: * মাইটোটিক বিভাজনের প্রো-মেটাফেজ দশায় অবিন্যস্ত ক্রোমোজোমগুলি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে একটি বৈশিষ্ট্যপূর্ণ আচরণের মাধ্যমে বেমের নিরক্ষীয় তলে সারিবদ্ধ হয়, একে মেটাকাইনেসিস বলে।

হাত এবং পায়ে অবস্থিত ফ্যালানজেস অস্থিরকাজটি লেখো।

হাত এবং পায়ে অবস্থিত ফ্যালানজেস অস্থিরকাজটি লেখো। Ans: হাত এবং পায়ের আঙুলে এই ফ্যালানজেস অস্থিটি অবস্থিত। এটি প্রাণীদের দেহভার নিয়ন্ত্রণে এবং গমনে সাহায্য করে।

শুক্রাশয় সম্পর্কীত টীকা

স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানবদেহের প্রতিটি শুক্রাশয় ডিম্বাকার এবং 10-30 গ্রাম ওজন সম্পন্ন।   স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানবদেহের প্রতিটি ডিম্বাশয় চ্যাপটা, উপবৃত্তাকার, দৈর্ঘ্য 2.3 সেমি, প্রস্থ 1.5 সেমি এবং পুরুত্ব 1.0

পরিপোষক কাকে বলে?

পরিপোষক কাকে বলে? Ans:  যে সব আহার্য সামগ্রী জীবের পুষ্টি সাধনে সাহায্য করে, কিন্তু পরিপাকে অংশগ্রহণ করে না, তাদের0পরিপোষক বলে।

কোন্ যুগে জীবের আবির্ভাব ঘটেছে?

কোন্ যুগে জীবের আবির্ভাব ঘটেছে? Ans: প্রোটেরোজোইক যুগে আবির্ভাব ঘটেছে।

পরিব্যক্তি বা মিউটেশন কি?

পরিব্যক্তি বা মিউটেশন কি? Ans: → জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনের (জিনগত) আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে।

MMR ভ্যাকসিন কী?

MMR ভ্যাকসিন কী? উত্তর: হাম, মাম্পস্ ও রুবেলা সংক্রমণ প্রতিরোধ করতে বয়ঃসন্ধির পূর্বে শিশুদের যে-জীবিত অথচ নিষ্ক্রিয় ভ্যাকসিন দেওয়া হয় তাকে বলে MMR ভ্যাকসিন। এই টিকা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী মরিস হিলেম্যান। এটি একপ্রকার ট…

বুস্টার ডোজ কাকে বলে ?

বুস্টার ডোজ কাকে বলে ? উত্তর: 'Boost' কথাটির অর্থ উজ্জীবিত করা। দেহে অধিকমাত্রায় অ্যান্টিবডি উৎপাদন করে অনাক্রম্যতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রথম ভ্যাকসিন দেওয়ার নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় নির্জীব ভ্যাকসিন…

হৃদপেশী সিনসিটিয়াম হওয়া সত্ত্বেও অলিন্দ-নিলয় সংকোচন একসঙ্গে ঘটে না কেন?

হৃদপেশী সিনসিটিয়াম হওয়া সত্ত্বেও অলিন্দ-নিলয় সংকোচন একসঙ্গে ঘটে না কেন?  Ans: → হৃদপেশীর তত্ত্বগুলি পরস্পর যুক্ত থাকে (সিনসিটিয়াম) তাই একটি কোষ উদ্দীপিত হ'লে উদ্দীপনা সমস্ত কলাতে ছড়িয়ে পড়ে। ফলে সমস্ত পেশীকোষের সংকোচন এ…

Load More That is All