Advertisements
“অ্যাড্রিনালিন হরমোন রক্তশর্করার মাত্রা বাড়ায়”—উক্তিটি ব্যাখ্যা করো।
Ans:
» রক্তশর্করা বৃদ্ধিতে অ্যাড্রিনালিনের ভূমিকাগুলি হল—যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। পেশির ল্যাকটিক অ্যাসিডকে গ্লুকোজে রূপান্তরিত করে।অন্যান্য অশর্করা (Acetyl CoA, কিটোন বস্তু) থেকে গ্লুকোজ সংশ্লেষ বাড়ায়।
0 Comments