Advertisements
অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনকে নিউরোহরমোন বলা হয় কেন ?
Ans:
» অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন মস্তিষ্কে অবস্থিত হাইপো- থ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে নিঃসৃত হয়ে পশ্চাদ পিটুইটারির পার্স নার্ভোসাতে (Pars nervosa) সঞ্চিত থেকে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, তাই অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনকে নিউরোহরমোন বলে।
0 Comments