Advertisements
সলবই এর সন্ধি ( ১৭৮২ খ্রি:)
উত্তর:
এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজ পক্ষ মাধবরাও নারায়ণকে বৈধ পেশোয়া রূপে স্বীকৃতি দিলেন। প্রতিপক্ষ রঘুনাথরাওকে উপযুক্ত ভাতা দানের ব্যবস্থা হল। সিন্ধিয়াকে যমুনা নদীর পশ্চিম তীরের যাবতীয় স্থান ফিরিয়ে দেওয়া হল। সলবই-এর সন্ধির ফলে ইংরেজদের বিস্তার নীতি সফলতা লাভ করেনি। তবে এই সন্ধির পর দীর্ঘ কুড়ি বৎসর ইংরেজ ও মারাঠাদের মধ্যে শান্তি বজায় ছিল। এর ফলে ইংরেজরা মহীশূরের টিপু সুলতানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করার সুযোগ পেল। তাই পরোক্ষভাবে সলবই-এর চুক্তি ব্রিটিশ বিস্তার নীতির পক্ষে সহায়ক
0 Comments