Advertisements
সাধারণসভাকে 'বিশ্বের নাগরিক সভা' বলা হয় কেন?
উত্তর: U.N.O.-র সনদের ৯ নং ধারা অনুযায়ী U.N.O.-র সমস্ত সদস্যরাষ্ট্র নিয়ে সাধারণসভা গঠিত। বিশ্বমানবের আইনসভা এই সাধারণসভা। বিশ্বের প্রতিটি প্রান্তের মানবজাতির নানা সমস্যার, নানা ভাবনার কণ্ঠস্বর ধ্বনিত হয় এবং প্রতিফলিত হয় এই সাধারণসভার মধ্য দিয়ে। তাই, সাধারণসভাকে গেটেল ‘বিশ্বের নাগরিক সভা' বলে অভিহিত করেছেন।
0 Comments