Advertisements
অ্যালগাল ব্লুম কাকে বলে ?
Ans:
> বদ্ধ জলাশয়ে বিভিন্ন ধরনের শৈবাল অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেলে জলতল সম্পূর্ণরূপে শৈবাল দ্বারা আবৃত হয়ে যায়। জলের মধ্যে সূর্যালোক প্রবেশ করতে পারে না। জলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং মৃত শৈবালের পচনের ফলে জল দূষিত হয়ে গন্ধ নির্গত হয়। এই ধরনের শৈবালজাত জলদূষণকে অ্যালগাল ব্লুম বলে।
0 Comments