কোল বিদ্রোহ
Ans-
উত্তর : ব্রিটিশ শাসনের শুরু থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্ত গ্রামীণ অসন্তোষ। বিদ্রোহের রূপ নেয়। এই সব গ্রামীণ বিদ্রোহগুলির অন্যতম প্রধান দিক হল উপজাতি বিদ্রোহ। এইসব উপজাতি বিদ্রোহগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল যথাক্রমে কোল ও সাঁওতাল বিদ্রোহ। ভারতবর্ষে গণ-আন্দোলনের ইতিহাসে কোল বিদ্রোহ এক স্মরণীয় অধ্যায়।
কোল বিদ্রোহের কারন:
বিহারের ছোটনাগপুর অঞ্চলে কোল, মুণ্ডা, হো, ওঁরাও প্রভৃতি উপজাতিদের বসতি ছিল। ১৭৭০ খ্রীষ্টাব্দের পর পালামৌ এর রাজা দর্পনাথ শাহী ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু কোম্পানীর খাজনার পরিমাণ মেটানো তাঁর পক্ষে দুরূহ হয়ে ওঠে। উপজাতিরাও খাজনার বোঝা বইতে পারছিল না। পরবর্তী সময়ে ইংরেজ সরকার বহিরাগত লোকদের কোল সম্প্রদায়ের জমিদার হিসাবে নিয়োগ করেন। তারা চড়া রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে বিচার ও আইন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কোল সমাজের ওপর আঘাত হানেন। এছাড়া, এই অঞ্চলে হিন্দু ও মুসলিম ব্যবসায়ীদের অত্যাচার ও শোষণে কোল জাতির দুঃখ দুর্দশা অসহ্য হয়ে উঠল। এইসব শোষণ ও বঞ্চনা থেকেই ১৮৩১ সালে কোল উপজাতি বিদ্রোহ ঘোষণা করে।
কোল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হল বিদ্রোহ চলাকালীন সময়ে কোলদের ঐক্যবদ্ধরূপ। তাছাড়া বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ ও বহিরাগত জমিদারবর্গ, চালর্স মেটকাফের মতে, তাদের উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটান।
বিদ্রোহের ব্যপ্তি ও দমন:
বর্তমান রাঁচী, হাজারিবাগ, সিংভূম, পালামৌ অঞ্চলে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে।
সিংরাই, বুদ্ধো ভগৎ প্রভৃতির নেতৃত্বে বিদ্রোহ পরিচালিত হয়েছিল। কোল বিদ্রোহের পাশাপাশি মানভূমের ভূমিহীন জনসাধারণ বিদ্রোহী হয়ে সরকারি কাছারি ও পুলিশ ঘাঁটিতে আগুন লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত সৈন্যবাহিনী নিয়োগ করে বিদ্রোহ দমন করতে হয়।
ফলাফল :
এই বিদ্রোহের ফলে উপজাতিদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী নামে এক ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয়। এখানে প্রচলিত ব্রিটিশ আইন কার্যকর করা হবে না বলে ঘোষণা করা হল। এসব সত্ত্বেও খাজনার হার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং শোষণের মাত্রা হ্রাস পায়নি।
0 Comments