Advertisements
বেসিনের সন্ধি (১৮০২ খ্রীঃ)।
উত্তর : গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী দেশীয় রাজ্যগুলির উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এই নীতির রূপায়ণের জন্য তিনি পেশোয়া দ্বিতীয় বাজীরাও-এর সঙ্গে ১৮০২ খ্রীষ্টাব্দের ৩১শে ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধি অনুসারে পেশোয়া নিজের নিরাপত্তার বিনিময়ে স্বাধীনতা জলাঞ্জলি দেন। কিন্তু অন্যান্য মারাঠা দলপতিরা এই সন্ধি মেনে নিতে রাজী হননি। ফলে, দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ শুরু হয়।
0 Comments