Advertisements
ব্যাক্টিরিওফাজ
Ans:
যে ভাইরাস ব্যাক্টিরিয়াকে আক্রমণ করে এবং বংশবিস্তার করে, তাকে ব্যাক্টিরিওফাজ বলে। এরা বিভিন্ন রোগসৃষ্টিকারী ব্যাক্টিরিয়াকে ধ্বংস করে মানবসমাজের পরোক্ষভাবে উপকার সাধন করে থাকে, তাই এদের উপকারী ভাইরাস বলা হয়। যেমন—মানুষের অস্ত্রে বসবাসকারী E.coli ব্যাক্টিরিয়াকে T4 ফাজ ভাইরাস আক্রমণ করে।
ফাজ ভাইরাসের দেহে চারটি অংশ থাকে- (i) মস্তক, (ii) গ্রীবা, (iii) পুচ্ছ এবং (iv) প্রাস্তফলক। মস্তকের ভেতরে থাকে DNA এবং বাকি সমস্ত অংশ প্রোটিন দ্বারা গঠিত।
0 Comments