Advertisements
জলে ফ্লুওরাইড দূষণ সৃষ্টি হয় কীভাবে? এর প্রভাব কী ?
Ans:
>> প্রাকৃতিক কারণে এবং বিভিন্ন শিল্পের বর্জ্যপদার্থ হিসেবে সমুদ্রজলে এবং বিভিন্ন নদনদীর জলে ফ্লুওরাইড থাকে। জলে ফ্লুওরাইডের মাত্রা নির্ধারিত সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেলে জলের ফ্লুওরাইড দূষণ সৃষ্টি হয়। এর ফলে ফ্লুওরোসিস রোগ সৃষ্টি হয়।
0 Comments