Advertisements
অপকারী ছত্রাক
ছত্রাকের উপকারিতা যেমন আছে, ঠিক তেমনই ছত্রাক জীবজগতের বহু ক্ষতিসাধন করে থাকে। আর এই কারণে ছত্রাককে ‘উপকারী শত্রু' বলা হয়।
আলু গাছের ধসা রোগ, পচন রোগ গম গাছের কৃষ্ণবর্ণ রাস্ট রোগ প্রভৃতি উদ্ভিজ্জ রোগ সৃষ্টিতে ছত্রাকের ভূমিকা রয়েছে। অ্যাসপারজিলাসের কয়েকটি প্রজাতি মানবদেহে দাদ, হাজা, চুলকানি প্রভৃতি চর্মরোগ এবং নাক, কান, মুখে ঘা প্রভৃতি রোগ সৃষ্টি করে। এছাড়া, খাদ্যদ্রব্য, কাপড়, কাগজ, ক্যামেরার লেন্স প্রভৃতি বস্তু ছত্রাকের দ্বারা বিনষ্ট হয়।
0 Comments