Advertisements
উদ্ভিদ ও প্রাণীর পুষ্টি পদ্ধতির পার্থক্য উদাহরণের সাহায্যে বুঝিয়ে লেখ।
উদ্ভিদের পুষ্টি
(i) উদ্ভিদের পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে।
(ii) উদ্ভিদের পুষ্টি দুটি পর্যায়ে সম্পাদিত হয়—সংশ্লেষ ও আত্তীকরণ।
(iii) উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে সক্ষম।
(iv) উদ্ভিদ সাধারণত সরল খাদ্য গ্রহণ করে পুষ্টি লাভ করে।
প্রাণীর পুষ্টি
(i) প্রাণীর পুষ্টিকে হলোজোয়িক পুষ্টি বলে।
(ii) প্রাণীর পুষ্টি পাঁচটি পর্যায়ে সম্পাদিত হয়— খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ।
iii) প্রাণী নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম নয়। খাদ্যের জন্য উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করতে হয়।
(iv) প্রাণীকে জটিল খাদ্য গ্রহণ করে সরল খাদ্যে পরিণত করতে হয় এবং তা থেকে সে পুষ্টি লাভ করে।
0 Comments