Advertisements
উপচিতি ও অপচিতির সংজ্ঞা
1. উপচিতি : সজীব কোষের প্রোটোপ্লাজমে অনুষ্ঠিত যেসব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল থেকে জটিল উপাদান তৈরি হয় এবং তার ফলস্বরূপ জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়,তাদের একসঙ্গে উপচিতি বলে। যেমন সালোকসংশ্লেষ, পুষ্টি ইত্যাদি।
2. অপচিতি : সজীব কোষের প্রোটোপ্লাজমে অনুষ্ঠিত যেসব রাসায়নিক বিক্রিয়ার ফলে জটিল থেকে সরল উপাদান তৈরি হয় অথবা সরল উপাদানের ভাঙন ঘটে এবং তার ফলস্বরূপ জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, তাদের একসঙ্গে অপচিতি বলে। যেমন– শ্বসন, রেচন ইত্যাদি।
0 Comments