Ad Code

তড়িৎ কোষ কী ? তড়িৎ কোষের তড়িচ্চালক বল বলতে কী বোঝো? তড়িৎকোশের ব্যবহার উল্লেখ করে।




Advertisements

 তড়িৎ কোষ: তড়িৎ কোষে সাধারণত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। একটি তড়িৎ কোষের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ (ইলেকট্রোলাইট) ও দুটি তড়িৎদ্বার থাকে। তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটলে তা কোষের তড়ি দ্বার দুটির মধ্যে একটি বিভব প্রভেদ সৃষ্টি করে। এখন এই বিভবের মধ্য দিয়ে কোনাে আধান অতিক্রম করলে কিছু কার্য করতে হয় এবং সেটি হল কোষের তড়িচ্চালক বল, যা তড়িৎ কোষের শক্তির উৎস। এই শক্তিই কোনাে বর্তনীতে প্রবাহমাত্রা পাঠাতে পারে।

তড়িৎচালক বল : কোনাে কোষের তড়িচ্চালক বলের

সংজ্ঞা হিসেবে বলা যায় যে, বর্তনী খােলা রাখলে তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বার মধ্যে যে বিভব পার্থক্য হয় তাই কোষের তড়িচ্চালক বল (EMF), অর্থাৎ তড়িৎ কোষের তড়িচ্চালক বল হল মুক্ত বর্তনীতে ভোল্টেজ (Open circuit voltage)। তড়িৎ কোষ বর্তনীতে তড়িৎ উৎস হিসেবে ব্যবহৃত হয়।



Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments