Advertisements
শ্রীলঙ্কার প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তর : খনিজ সম্পদে শ্রীলঙ্কা খুব একটা সমৃদ্ধ নয়। এই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিভিন্ন খনিতে চনি, নীলকান্ত মণি, পদ্মরাগ মণি, গােমেদ (অতি উৎকৃষ্ট শ্রেণীর) প্রভৃতি মূল্যবান পাথর, কৃষ্ণসীস ধাতু (গ্রাফাইট), সামান্য পরিমাণ লৌহ আকরিক, বক্সাইট, চুনাপাথর প্রভৃতি পাওয়া যায়। কৃষ্ণসীস ধাতু এই দেশের প্রধান খনিজ সম্পদ। উপকূলের বালিতে টিটোনিয়াম, মােনাজাইটপ্রভৃতি আণবিক পদার্থ পাওয়া যায়।
0 Comments