Advertisements
পাকিস্তানের প্রধান নদীগুলির বর্ণনা দাও।
উত্তর :পাকিস্তানের প্রধান নদী সিন্ধু। ২৯০০ কিলােমিটার দীর্ঘ এই নদীটি তিবৃতের মানস সরােবরের নিটক থেকে উৎপন্ন হয়ে প্রথমে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভারতের কাশ্মীরে প্রবেশ করেছে, পরে কাশ্মীরের সীমা ত্যাগ করে দক্ষিণ-পশ্চিম বাহিনী হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রায় ২২০০ কি.মি. চলার পর আরবসাগরে পতিত হয়েছে। হিমবাহ পুষ্ট নদীটিতে সারা বছর জল থাকে। এটি বহুদুর পর্যন্ত নাব্য। কাবুল, কুরম, টোচি, গােমল, সিন্ধুর ডান তীরের উপনদী এবং বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্র, এর বাম তীরের উপনদী। সিন্ধুর ডান তীরের উপনদীগুলাে প্রধানতঃ উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং বাম তীরের উপনদীগুলাে হিমালয় থেকে উৎপন্ন হয়েছে।
0 Comments