শ্রীলঙ্কার প্রধান প্রধান কৃষিজ দ্রব্য কি কি ? উত্তর:কৃষিকাজই শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান উপজীবিকা। এই দেশের প্রায় ৩০% জমিতে কৃষিকাজ করা হয়। ধান, এই দেশের প্রধান খাদ্যশস্য। বিভিন্ন নদী উপত্যকা এবং সমুদ্রোপকূলে প্রচুর পরিমাণে ধান, নারকেল ও সুপারি এবং সামান্য পরিমাণে ভুট্টা, মিলেট, তুলাপ্রভৃতি উৎপন্ন হয়। দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এই দেশে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ায় এখানে এক বছরে দুবার ধান চাষ সম্ভব হয়। বৃষ্টিপাত, ভূমির ঢাল এবং মৃত্তিকা উপযুক্ত হওয়ায় পার্বত্য অঞ্চলে চা, কফি, কোকো, রাবার, সিঙ্কোনা, তামাক, নানা রকম মশলা (যেমন এলাচ, লবঙ্গ, জায়ফল প্রভৃতি) প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই দেশের একর প্রতি চা উৎপাদনের পরিমাণ ভারতের চেয়ে অনেক বেশী। চা উৎপাদনে এই ছােট্ট দেশটি পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে (ভারত ও চীনের পর)। চা ও রাবার এই দেশের প্রধান বাণিজ্যিক ফসল।
0 Comments