Advertisements
পাকিস্তানের প্রধান শিল্প কি কি ? অথবা পাকিস্তানের শিল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর :স্বাধীনতার পর থেকে (১) দেশে প্রাপ্ত খনিজ তেল, কয়লা, লােহা ও বিভিন্ন খনিজ সম্পদের সাহায্যে এবং (২) বৈদেশিক সাহায্যে ধীরে ধীরে পাকিস্তানের শিল্পোন্নতি ঘটছে। এদেশের প্রধান শিল্পাঞ্চল হল লাহাের ও করাচি-হায়দ্রাবাদ। এই শিল্পাঞ্চলগুলিতে লৌহ- ইস্পাত শিল্প, বস্ত্র ও পশম শিল্প, বৈজ্ঞানিক যন্ত্রপাতি নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং শিল্প, সামরিক অস্ত্রাদি নির্মাণ শিল্প, মােটর গাড়ী ও জাহাজ নির্মাণ শিল্প, তৈল শােধনাগার ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এছাড়া সিমেন্ট, চর্মশিল্প এদেশের অন্যতম প্রধান শিল্প।
0 Comments