Advertisements
পাকিস্তানের কৃষিজ দ্রব্যগুলির নাম কর ; অথবা পাকিস্তানের কৃষির সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর : সাধারণভাবে পাকিস্তানে বৃষ্টিপাত খুব কম হওয়ায় দেশের কৃষি ব্যবস্থা অনেকাংশেই সেচের জলের উপর নির্ভরশীল। সিন্ধু ও তার বিভিন্ন উপনদীতে বাঁধ দিয়ে জলসেচের সুবন্দোবস্ত হওয়ার ফলে এ দেশের সিন্ধু সমভূমির মরুপ্রায় অঞ্চল উর্বর কৃষি উৎপাদক অঞ্চলে পরিণত হওয়ায় প্রচুর ফসল উৎপন্ন হচ্ছে। গম এবং দীর্ঘ আঁশযুক্ত উৎকৃষ্ট কার্পাস তুলাে এই দেশের প্রধান ফসল। সিদ্ধু সমভূমি এই দেশের প্রধান কৃষি উৎপাদক অঞ্চল। গম ও তুলা ছাড়াও এই দেশে ভুট্টা, ধান, আখ, জোয়ার, বাজরা, তামাক এবং খেজুর, পীচ, তরমুজ, আপেল, আঙুর, বেদানা প্রভৃতি নানা রকম ফল জন্মায়।
0 Comments