Advertisements
পাকিস্তান ভারতে কি কি দ্রব্য রপ্তানী করে ও ভারত থেকে কি কি দ্রব্য আমদানি করে ?
উত্তর :ভারতে পাকিস্তানের প্রধান রপ্তানী দ্রব্য তুলা, চামড়া, ফল ও মধু, সিমেন্ট, কাঠ ও বনজসম্পদ, কৃষ্ণসীস, রং, চুন প্রভৃতি এবং ভারত থেকে আমদানীকৃতজিনিসের মধ্যে কয়লা, বস্ত্র, তাম্র, ইস্পাতের দ্রব্য, চলচ্চিত্র, রেকর্ড প্রভৃতি প্রধান।
0 Comments