Advertisements
বায়ুমন্ডল কাকে বলে?
উত্তর: ভূ-পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না, তবু আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি।নাইট্রোজেন,অক্সিজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ, জলীয় বাষ্প এবং নানান রকমের সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা (ধুলাে, ধোঁয়া, বালি প্রভৃতি) নিয়ে বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডলের উর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ কিলােমিটার পর্যন্তবিস্তৃত হলেও বায়ুমণ্ডলের প্রায় ৯৭%বায়ুই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলােমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। এছাড়া ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কি. মি. পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর ভূ-পৃষ্ঠের আবহাওয়া ও জলবায়ুকে অনেকাংশে প্রভাবিত করে।
0 Comments