Advertisements
হিমশৈল কাকে বলে?
উত্তর : আমরা জানি যে, চিরতুষারময় সুমেরুবৃত্তের মধ্যে অবস্থিত হওয়ায় উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগরের জল বছরের বেশীরভাগ সময়েই বরফাচ্ছন্ন থাকে। তাই সুমেরু মহাসাগর থেকে আগত ল্যাব্রাডর স্রোতের সঙ্গে, এই মহাসাগরের উপকূলীয় হিমবাহগুলাে থেকে বিশাল বরফের হুপ বিচ্ছিন্ন হয়ে ভেসে আসে। সমুদ্রে ভাসমান এই সব বিশাল হিমশৈলের মাত্র ভাগ অংশ সমুদ্রের জলের ওপরে থাকে। এই রকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেই বিখ্যাত জাহাজ টাইটানিকতার প্রথম যাত্রাতেই গভীর সমুদ্রে ডুবে যায়।
0 Comments