Advertisements
শ্রীলঙ্কার প্রধান আমদানী ও রপ্তানী দ্রব্য কি কি ?
উত্তর : শ্রীলঙ্কা পৃথিবীর বিভিন্ন দেশে চা, কোকো, কফি, অপরিশ্রুত রবার, গ্রাফাইট, নারকেল ও নারকেলের ছােবড়া, নানা রকম মশলা, মুক্তো এবং মূল্যবান রত্ন রপ্তানীকরে। বস্ত্র, চা এবং রবার হল শ্রীলঙ্কার প্রধান রপ্তানীযােগ্য দ্রব্য। শ্রীলঙ্কার আমদানীকৃত জিনিসের মধ্যে চাল, চিনি, বস্ত্র, সার, ইস্পাত, যন্ত্রপাতি, কয়লা, রাসায়নিক দ্রব্য, মােটরগাড়ি, রেল ইঞ্জিন, পাটজাত দ্রব্য, বিড়ির পাতা প্রভৃতি উল্লেখযােগ্য।
0 Comments