Advertisements
চুনাপাথরের দ্রবণের ফলে সৃষ্ট হ্রদ :
উত্তর : চুনাপাথর অঞ্চলে, ভূ-পৃষ্ঠের ছিদ্রপথে নদীর নিম্নগমনের ফলে ভূ-গর্ভে যে জলের দ্রবণ ও ক্ষয়কার্য চলে তার ফলে বিরাট বিরাটগহুর সৃষ্টি হয় এবং তাতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইওমিং প্রদেশে ও যুগােশ্লাভিয়ার বিভিন্ন অঞ্চলে এই রকমের হ্রদ আছে।
0 Comments