Advertisements
ভারতের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা যায় ? ভাগগুলির নাম কর।
উত্তর : ভারতের বিশাল আয়তন ও বিচিত্র ভূপ্রকৃতির জন্য জলবায়ুর আঞ্চলিক তারতম্য থাকলেও ভারত মূলতঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ভারত সরকারের আবহাওয়া বিভাগ ভারতের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করেছেন। যথা (১) গ্রীষ্মকাল (মার্চ থেকে মে), (২) বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) বা মৌসুমী বায়ুর আগমনকাল, (৩) শরৎকাল (অক্টোবর থেকে নভেম্বর) বা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল ও (৪) শীতকাল (ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারী)।
0 Comments