Advertisements
প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কাকে বলে ?
উত্তর: অক্টোবর-নভেম্বর মাসে সূর্য মকরক্রান্তীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেওয়ায় ভারত মহাসাগরেব জলভাগ ভারতের স্থলভাগ অপেক্ষা অধিক উত্তপ্ত হয়। ফলে ভারতের স্থলভাগ থেকে উচ্চচাপের বায়ু ভারত মহাসাগরের নিম্নচাপের দিকে ধাবিত হয়। উত্তর পূর্ব দিক থেকে আগত এই বায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুকে পশ্চাৎ অপসরণে বাধ্য করে বলে এই বায়ুকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলে।
0 Comments