করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি?
অথবা, তামিলনাড়ু উপকূলে বছরে দু'বার বৃষ্টি হয় কেন?
উত্তর : জুন-জুলাই মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চেন্নাই তথা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। অক্টোবর মাসে শীতকালের প্রারম্ভে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের মাঝামাঝি আসে, কিন্তু উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর চাপে এই বায়ু প্রবাহ (দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু) আরও উত্তর দিকে অগ্রসর না হতে পেরে আবার যখন দক্ষিণ-পশ্চিম দিকে প্রত্যাবর্তন করে, তখন সেই বায়ুপ্রবাহকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুপ্রবাহ বলা হয়। প্রত্যাবর্তনকারী বায়ুপ্রবাহে জলীয় বাষ্প থাকে বলে এই বায়ুপ্রবাহের প্রভাবে শীতকালের শুরুতে তামিলনাড়ুর দক্ষিণ-পূর্বে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়। সুতরাং করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় বছরে দুবার। এইজন্য বলা হয় তামিলনাডুতে বছরে দুবার বর্ষাকাল হয়।
0 Comments