Advertisements
বিজ্ঞানীদের মতে—বায়ুমণ্ডলের উর্ধ্বসীমা ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ১০,০০০ কিমি. পর্যন্ত বিস্তৃত। তবে অত উঁচু পর্যন্ত বিস্তৃত থাকলেও বায়ুমণ্ডলের মােট ভরের শতকরা প্রায় ৯৭ ভাগ ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিমির মধ্যে থাকে। কারণ(i) এই অংশে মাধ্যাকর্ষণের টান বেশি এবং (ii) ওপরের বায়ুমণ্ডলের চাপ এসে পড়ে। ফলে ঘনত্ব বেড়ে যায়।

0 Comments