Advertisements
বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে সবচেয়ে বেশি আছে (১) নাইট্রোজেন ,শতকরা প্রায় ৭৮ ভাগ। বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাসীয় উপাদানটি হল (২) অক্সিজেন, এর পরিমাণ শতকরা প্রায় ২১ ভাগ। অর্থাৎ নাইট্রোজেন ও অক্সিজেন—এই দুটি গ্যাসীয় উপাদান দিয়ে বায়ুমণ্ডলের শতকরা প্রায় ৯৯ ভাগ গঠিত (চিত্র-১)। বায়ুমণ্ডলের অবশিষ্ট মাত্র ১ শতাংশের মধ্যে আছে আরও অনেকগুলি গ্যাসীয় উপাদান, যেমন(৩) আর্গন (০৯৩%), (৪) কার্বন ডাই-অক্সাইড (০.০৩৩%), (৫) হিলিয়াম, (৬) হাইড্রোজেন, (৭) ক্রিপটন, (৮) মিথেন, (৯) নিয়ন, (১০) ওজোন, (১১) জেনন প্রভৃতি।

0 Comments