Advertisements
প্রাচীন ভারতে আচার্য ও উপাধ্যায় কাদের বলা হত ? উত্তর: প্রাচীন ভারতের বৈদিক যুগের শিক্ষার সঙ্গে জড়িত দু-ধরনের শিক্ষক হলেন আচার্য ও উপাধ্যায়।
আচার্যরা বিনা পারিশ্রমিকে ছাত্রদের শিক্ষা দিতেন, ছাত্ররা আচার্যের বাড়িতে থাকত, খাদ্যগ্রহণ করত এবং আচার্যকে নানা কাজে সাহায্য করত। বৈদিক যুগের নারী আচার্যদের বলা হত আচার্যা।
উপাধ্যায়রা পারিশ্রমিকের বিনিময়ে যে-কোনাে একটি বিষয় পড়াতেন। নারী উপাধ্যায়দের বলা হত উপাধ্যায়া। বৌদ্ধ শিক্ষাব্যবস্থায় উপাধ্যায়দের বিশেষ ভূমিকা ছিল। তাঁরা বৌদ্ধ বিহারগুলিতে থেকে ছাত্রদের বুদ্ধ, বৌদ্ধ ধম্ম এবং বৌদ্ধ সংঘের নিয়ম সংক্রান্ত পাঠ দিতেন।

0 Comments