Ad Code

বায়ুমণ্ডল কাকে বলে?




Advertisements

 ভূ-পৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টা করে আছে তাকেই বলে বায়ুমণ্ডল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে কম্বলের মতাে জড়িয়ে আছে। বায়ুমণ্ডলের উর্ধ্বসীমা ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ১০,০০০ কিমি. পর্যন্ত বিজ্ত। এই বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণিজগৎ—কিছুই সৃষ্টি হত না। বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানের মধ্যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন (প্রায় ৭৮%) এবং অক্সিজেন (প্রায় ২১%)। আর্গন, কার্বন ডাই-অক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপটন, মিথেন, নিয়ন, ওজোন, জেনন প্রভৃতি গ্যাসীয় উপাদানও বায়ুমণ্ডলে আছে, তবে অল্প পরিমাণে। এগুলি ছাড়া বায়ুমণ্ডলে সামান্য জলীয় বাষ্প ও কিছু ধূলিকণাও আছে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments