ইয়াংসিকিয়াং অববাহিকা অঞ্চলের তিনটি উল্লেখযোগ্য শিল্পের নাম ও তাদের দুটি করে কেন্দ্রের নাম লেখ।
ইয়াংসিকিয়াং অববাহিকা অঞ্চলের তিনটি উল্লেখযোগ্য শিল্প এবং সেগুলোর দুটি করে শিল্প কেন্দ্রের নাম-
(১) লােহাইস্পাত শিল্প: সাংহাই ও উহান।
(২) কার্পাস বয়ন শিল্প: সাংহাই (চীনের ম্যাঞচেস্টার) ও হ্যাংকাও।
(৩) সিমেন্ট শিল্প : সাংহাই ও চুংকিং।
Download Link of this Content
Best Search Engine Optimization
Advertisements
0 Comments