কোন্ অঞ্চলকে চীনের হল্যান্ড' বলা হয় এবং কেন? অথবা, ইয়াংসি-কিয়াং নদীর ব-দ্বীপ অঞ্চলকে 'চীনের হল্যান্ড বলা হয় কেন?
উত্তর ঃ চীনের হল্যান্ড ও ইয়াংসিকিয়াং নদীর নিপ্রবাহ, বিশেষত ব-দ্বীপ অঞ্চলকে 'চীনের হল্যান্ড বলা হয়।
** চীনের হল্যান্ড বলার কারণ : (১) ইউরােপের হল্যান্ড বা নেদারল্যান্ডের মতাে এই অঞ্চলেও পােল্ডার ভূমি বা সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূমি আছে। (২) সেচকার্যের সুবিধা এবং সলভ জলপথ সৃষ্টির জন্য এই অঞ্চলে অসংখ্য খাল খনন করা হয়েছে। কিন্তু এলাকাটি নিম্নভূমি। তাই খালগুলির জল সামান্য বৃদ্ধি পেলেই ওখানে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দেয়। এজন্য খালগুলির ধারে মজবুত কংক্রীটের বাঁধ বা ডাইক নির্মাণ করা হয়েছে। হল্যান্ডের 'পােল্ডার ভূমি'ও নিম্নভূমি এবং সেখানেও মজবুত কংক্রীটের বাঁধ দেওয়া অজস্র খাল দেখা যায়। এজন্যই ইয়াংসি-কিয়াং নদীর ব-দ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড আখ্যা দেওয়া হয়।

0 Comments