Advertisements
ইয়াংসি-কিয়াং নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি.। প্রবাহপথ সুদীর্ঘ বলে ইয়াংসি-কিয়াং-এ বহু উপনদী এসে মিশেছে। এগুলির মধ্যে—(১) মূ কিয়াং, (২) যুয়ান কিয়াং, (৩) সিন কিয়াং, (৪) কান কিয়াং প্রভৃতি ডানতীরের প্রধান উপনদী এবং (৫) মিন কিয়াং, (৬) টো কিয়াং (৭) হান কিয়াং প্রভৃতি বামতীরের উল্লেখযােগ্য উপনদী।

0 Comments