Advertisements
চীনের অর্থনীতিতে ইয়াংসিকিয়াং নদীর গুরুত্ব খুবই বেশি। এর অববাহিকাকে বলে চীনের শস্যভাণ্ডার। চীনের মােট ধান উৎপাদনের প্রায় ৭০ শতাংশ এবং সব ধরনের শস্য উৎপাদনের প্রায় ৫০ শতাংশ এখানে উৎপন্ন হয়। এছাড়া খনিজ সম্পদ এবং শিল্পজাত দ্রব্যেরও এক বৃহৎ অংশ এখানে উৎপন্ন হয়। সাংহাই, নানকিং, হ্যাংকোও, হ্যাংচাও, চেটু প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরগুলি এখানে অবস্থিত।

0 Comments