Advertisements
ভূমির ঢাল অনুসারে নদী প্রবাহিত হয়। যেহেতু দাক্ষিণাত্য মালভূমি পশ্চিম থেকে পূর্বে ঢালু তাই মহানদী, গােদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি দক্ষিণ ভারতের নদীগুলি পূর্ববাহিনী। কিন্তু দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ নদী নর্মদা ও তাপী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, কারণ—পূর্ব-পশ্চিমে বিস্তৃত সাতপুরা পর্বতের দু-পাশে (উত্তরে ও দক্ষিণে) চ্যুতির ফলে দুটি গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে।
নর্মদা ও তাপী নদী ঐ দুই অবনমিত ভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য দাক্ষিণাত্য মালভূমির সাধারণ ঢাল-নিরপেক্ষ হয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে।

0 Comments