Advertisements
খনি থেকে পেট্রোলিয়াম তােলার সময় পেট্রোলিয়ামের সঙ্গে একপ্রকার দাহ্য গ্যাস বেরিয়ে আসে। একেই প্রাকৃতিক গ্যাস বা Natural gas বলে। উন্নত দেশগুলিতে এই প্রাকৃতিক গ্যাস শক্তির এক প্রধান উৎস।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন নামক অ্যালকেন। তা ছাড়া সামান্য পরিমাণে ইথেন ও প্রােপেন। মিশ্রিত থাকে। এর তাপনমূল্য 39.8 kJ/g; এই গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় 70 শতাংশ। এর প্রধান ব্যবহার হল জ্বালানি হিসেবে। লৌহশিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদিতে বহুল ব্যবহৃত হয়। তা ছাড়া গৃহস্থালিতে রান্নার কাজে, রাস্তায় বাতি জ্বালাতে কাজে লাগে। তৈল শােধনাগারেও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রেই তাপনমূল্য বেশি হওয়ার জন্য (যেমন-ঘর গরম রাখতে বা বিদ্যুৎ উৎপাদনে) ব্যবহৃত হয়।

0 Comments