Advertisements
ভারতের সকল রাজ্য, জাতীয় রাজধানী অঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, লক্ষদ্বীপ, পণ্ডিচেরী, দিল্লী এবং দমন ও দিউতে জনবসতির ঘনত্ব খুব বেশি। এইসব স্থানে প্রতি বর্গ কিলােমিটারে গড়ে ৫০০ জনেরও বেশি লােক বসবাস করে।

0 Comments