Ad Code

বায়ােমাস শক্তি সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে




Advertisements

 জৈব বর্জকে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করে জ্বালানি উপযােগী করা হয়। এই ধরনের পরিবর্তিত ভরকে বায়ােমাস বা জৈবভর বলে। কাঠ, শুকনাে লতাপাতা, কৃষিজ বর্জ্য, গােবর, বিভিন্ন প্রাণীর মল হল জৈবভর। এদের প্রত্যেকের মধ্যেই কার্বন থাকে।


বায়ােমাস সহজলভ্য এবং বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এটি একটি পুনর্নবীকরণযােগ্য শক্তির উৎস। বায়ােমাস থেকে বায়ােফুয়েল (ইথানল, মিথানল, বায়ােডিজেল) পাওয়া যায়। তবে বায়ােমাসের তাপনমূল্য তুলনামূলকভাবে কম এবং প্রচুর বায়ােমাস সৃষ্টি করতে গেলে জল ও মাটির প্রয়ােজন। হয়। ফলে পরিবেশের ওপর বিশেষ প্রভাব সৃষ্টি করে এবং বায়ােমাস থেকে শক্তি উৎপাদন ব্যয়সাপেক্ষ।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments