Ad Code

চীনের ইয়াংসি-কিয়াং নদীর গতিপথ বর্ণনা কর।




Advertisements

 ইয়াংসিকিয়াং (দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি.) চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। নদীটি চীনের ছিংহাই প্রদেশের থাংগুলা পর্বতমালার গেলাভানডং শৃঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রথমে দক্ষিণদিকে প্রবাহিত হয়েছে। এরপর ইউনান মালভূমির কাছে এসে ইয়াংসি-কিয়াং উত্তরদিকে বয়ে গেছে। প্রবাহপথের এই অংশে আইপিন পর্যন্ত ইয়াংসিকিয়াং-এর নাম কিনশা-কিয়াং বা স্বর্ণরেণুর নদী। আইপিন থেকে চুংকিং হয়ে কিউচাউ পর্যন্ত নদীটি কিছুটা উত্তর-পূর্বদিকে প্রবাহিত হয়েছে এবং তারপর ইচাং গিরিখাত পেরিয়ে বিচিত্র গতিতে এঁকে-বেঁকে পূর্বদিকে প্রবাহিত হয়ে পূর্ব চীন সাগরে পড়েছে। আইপিন থেকে ইচাং গিরিখাত পর্যন্ত নদীটির নাম চুয়াংহাে এবং ইচাং থেকে মােহানা পর্যন্ত অর্থাৎ নিম্ন গতিপথের নাম ছাং জির়াং বা ইয়াংসি-কিয়াং। 

প্রবাহপথের বেশিরভাগ অংশেই ইয়াংসিকিয়াংকে পার্বত্য অঞ্চল ও মালভূমি অতিক্রম করতে হয়েছে। এজন্য বহু জায়গাতেই সৃষ্টি হয়েছে গভীর গিরিখাত এবং সুদৃশ্য জলপ্রপাত। তবে নিম্নপ্রবাহে ইয়াংসি-কিয়াং প্রবাহিত হয়েছে সমভূমির ওপর দিয়ে এবং শেবে মােহানায় সৃষ্টি করেছে বিশাল বদ্বীপ। প্রবাহপথ সুদীর্ঘ বলে বহু নদী ইয়াংসি-কিয়াং-এ মিশেছে, যেমন—যু কিয়াং, যুয়ান কিয়াং, সিন কিয়াং, কান কিয়াং প্রভৃতি ডানতীরের উপনদী এবং মিন কিয়াং, টো কিয়াং, হান কিয়াং প্রভৃতি বামতীরের উপনদী।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments