ইয়াংসিকিয়াং (দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি.) চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। নদীটি চীনের ছিংহাই প্রদেশের থাংগুলা পর্বতমালার গেলাভানডং শৃঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রথমে দক্ষিণদিকে প্রবাহিত হয়েছে। এরপর ইউনান মালভূমির কাছে এসে ইয়াংসি-কিয়াং উত্তরদিকে বয়ে গেছে। প্রবাহপথের এই অংশে আইপিন পর্যন্ত ইয়াংসিকিয়াং-এর নাম কিনশা-কিয়াং বা স্বর্ণরেণুর নদী। আইপিন থেকে চুংকিং হয়ে কিউচাউ পর্যন্ত নদীটি কিছুটা উত্তর-পূর্বদিকে প্রবাহিত হয়েছে এবং তারপর ইচাং গিরিখাত পেরিয়ে বিচিত্র গতিতে এঁকে-বেঁকে পূর্বদিকে প্রবাহিত হয়ে পূর্ব চীন সাগরে পড়েছে। আইপিন থেকে ইচাং গিরিখাত পর্যন্ত নদীটির নাম চুয়াংহাে এবং ইচাং থেকে মােহানা পর্যন্ত অর্থাৎ নিম্ন গতিপথের নাম ছাং জির়াং বা ইয়াংসি-কিয়াং।
প্রবাহপথের বেশিরভাগ অংশেই ইয়াংসিকিয়াংকে পার্বত্য অঞ্চল ও মালভূমি অতিক্রম করতে হয়েছে। এজন্য বহু জায়গাতেই সৃষ্টি হয়েছে গভীর গিরিখাত এবং সুদৃশ্য জলপ্রপাত। তবে নিম্নপ্রবাহে ইয়াংসি-কিয়াং প্রবাহিত হয়েছে সমভূমির ওপর দিয়ে এবং শেবে মােহানায় সৃষ্টি করেছে বিশাল বদ্বীপ। প্রবাহপথ সুদীর্ঘ বলে বহু নদী ইয়াংসি-কিয়াং-এ মিশেছে, যেমন—যু কিয়াং, যুয়ান কিয়াং, সিন কিয়াং, কান কিয়াং প্রভৃতি ডানতীরের উপনদী এবং মিন কিয়াং, টো কিয়াং, হান কিয়াং প্রভৃতি বামতীরের উপনদী।

0 Comments