Advertisements
চীনে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে বলে নদী-অববাহিকার সংখ্যাও অনেক। তবে মধ্যে তিনটি নদী-অববাহিকা বড়। এগুলি হল—(১) উত্তর চীনের হােয়াংহাে অববাহিকা, (২) মধ্য চীনের ইয়াংসি-কিয়াং অববাহিকা এবং (৩) দক্ষিণ চীনের সিকিয়াং অববাহিকা। এই তিনটি নদী অববাহিকাকে আবার কতকগুলি উপবিভাগে ভাগ করা যায়। যেমন -
(১) হােয়াংহাে অববাহিকা : (ক) লােয়েস মালভূমি, (খ) উত্তর চীনের বৃহৎ সমভূমি এবং (গ) সানটুং উপদীপ।
(২) ইয়াংসি-কিয়াং অববাহিকা : (ক) জেচুয়ান অববাহিকা, (খ) মধ্য ইয়াংসি সমভূমি ব অববাহিকা এবং (গ) ইয়াংসি ব-দ্বীপ।
(৩) সিকিয়াং অববাহিকা ও (ক) ইয়েনান কুইচো মালভূমি, (খ) সিকিয়াং নিম্নভূমি এবং (গ) দক্ষিণ পূর্বের উপকূল অঞ্চল।

0 Comments