Advertisements
ইতিহাসচর্চা কাকে বলে? (Contai Model Institution] (শিখন সেতু)
উত্তর: মানুষের জীবনযাত্রা ও মানবসভ্যতার ক্রমবিকাশের কাহিনিই হল ইতিহাস। এইসব কাহিনির কার্যকারণ, ব্যাখ্যা, সত্যতা যাচাই ও ঐতিহাসিক তথ্য ঘেঁটে অতীত সম্পর্কে বিশদ জানার জন্য ইতিহাসবিদগণ নিরন্তর গবেষণা করে চলেছেন। ইতিহাসবিদদের এই কাজকেই বলা হয় ইতিহাসচর্চা।
0 Comments