Advertisements
ইতিহাস বলতে তুমি কী বোঝো?
উত্তর: ইতিহাস (History) কথাটি এসেছে গ্রিক Historia শব্দ থেকে। যার অর্থ অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞানলাভ। তবে ব্যাপক অর্থে ইতিহাস বলতে বোঝায়, মানবসভ্যতার ধারাবাহিক (অতীত থেকে বর্তমান) বর্ণনা ও বিশ্লেষণমূলক আলোচনা। অন্যভাবে বলা যায় যে, ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে সংযোগরক্ষাকারী একটি অন্তহীন কথোপকথন।
0 Comments